সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, রাজশাহী।
বন্টননামা দলিলের রেজিস্ট্রেশন ফিসঃ
** রেজিস্ট্রেশন ফিসঃ বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য-
** অনূর্ধ্ব ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা।
** অনূর্ধ্ব ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা।
** অনূর্ধ্ব ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা।
** অনূর্ধ্ব ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা।
** ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে ২০০০ টাকা।
** স্ট্যাম্প শুল্কঃ ১০০ টাকা।
বন্টননামা দলিলে যে কয়টি পক্ষ হবে তার মধ্যে আর্থিক হিসাবে বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে মোট মূল্য হিসাব করতে হবে।
** ই ফিঃ ১০০ টাকা।
** এন ফিঃ
** বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।
** ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
** এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক)
** বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
** ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।
** ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
** ফিস পরিশোধ পদ্ধতিঃ
দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় সোনালী ব্যাংক এর ট্রেজারি শাখায় জমা প্রদান করতে হবে।
** রেজিস্ট্রেশন ফি + ই ফি + এন ফি একসাথে একটি পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা প্রদান করতে হবে।
** এনএন ফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে।
বিঃ দ্রঃ
** ওয়ারিশী স্থাবর সম্পত্তি ব্যতিত অন্যভাবে অর্জিত স্থাবর সম্পত্তি সংক্রান্ত বন্টননামা দলিলের ক্ষেত্রে উৎস কর প্রযোজ্য।
** রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩ বি, ধারা মোতাবেক কোন রেকর্ডীয় মালিক মৃত্যুবরণ করলে তাঁর জীবিত ওয়ারিশগণ নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করবেন।
No comments:
Post a Comment