Wednesday, May 26, 2021
ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি 'উপায়' এর মাধ্যমে পরিশোধ
সোমবার ভূমি মন্ত্রণালয় ও ‘উপায়’ এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে উপায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপায় জানায়, এই চুক্তির ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন যে কেউ।
উপায় এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তির ফলে উপায় ব্যবহারকারীরা ভবিষ্যতে ভূমির বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন (নামজারী), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
উপায় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহামান পিএএ, উপ-সচিব জাহিদ হোসের পনির, ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম উপস্থিত ছিলেন।
Saturday, May 22, 2021
Thursday, May 20, 2021
Tuesday, May 18, 2021
Monday, May 17, 2021
Sunday, May 16, 2021
লকডাউন অফিস Office lockdown
১৭-০৫-২০২১ তারিখ হইতে রাজশাহী সদর সাব-রেজিষ্ট্রী অফিস চলবে আগের নিয়মে। করোনার নিয়ম অবশ্যই মানতে হবে।
-
প্রশ্ন- আমার বয়স ৩০ বছর। ছোটবেলায় আমাকে দত্তক নেওয়া হয়। সব কাগজপত্রে আমার মা–বাবার নামের জায়গায় পালক মা–বাবার পরিচয় দেওয়া আছে। এর মধ্...
-
অর্পিত সম্পত্তির ২০১২ সালের আগে যতো মামলা করা হয়েছে সব বাতিল। হাইকোটের নির্দেশ- ঔ সকল সম্পত্তি জেলা প্রশাসক লিজ দিতে পারবেন। আইনের পটভূমি ...